বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০২:৪৪ পিএম
বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ফুলবাড়ী ডিগ্রি কলেজের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে এবং অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত মিয়া, মাওলানা মঈন উদ্দিন সেলিম, শিক্ষক ইকবাল হোসেন রুকু, প্রধান শিক্ষক মোরশেদ আলম, ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট মাওলানা নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব মিয়া প্রমুখ।

ইএইচ