বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৬:১৫ পিএম
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাল গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট পরিহিত পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। সুরাতহালে লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন দেখতে পাওয়া গেছে। এবং লামটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, অজ্ঞাতনামা যুবকের লাশের ময়নাতদন্তের জন্য বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।

এ রির্পোট রেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

আরএস