শাজাহানপুরে মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০১:০১ পিএম
শাজাহানপুরে মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ধোলী খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের আ‌লিমু‌দ্দিন প্রামা‌ণিকের স্ত্রী।

রোববার (৬ এপ্রিল) সকাল ৭ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, বৃদ্ধা মহিলা কিছুটা মানসিক ভারসাম‌্যহীন। মহাসড়কে রাস্তা পারাপার হতে গিয়ে ঢাকাগামী লেনে মোটরসাইকেলের ধাক্কায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যান।

এদিকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

বিআরইউ