ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি রেইনট্রি গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)। তারা ওই এলাকার মুদি দোকানি হানিফ মাঝির ছেলে ও স্ত্রী।
হানিফ মাঝি অভিযোগ করে বলেন, “একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান মাস থেকে নিখোঁজ। তাদের পরিবার দাবি করে আসছিল, আমার ছেলে মেয়েটিকে লুকিয়ে রেখেছে। এই অভিযোগের জেরে সিরাজ হাওলাদারের ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে চাপ সৃষ্টি করছিল। সেই মানসিক চাপে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে বলে আমি মনে করি।”
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
ইএইচ