রাজবাড়ীতে অটোর নম্বর প্লেট প্রদানের দাবি

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:২৬ পিএম
রাজবাড়ীতে অটোর নম্বর প্লেট প্রদানের দাবি

রাজবাড়ীতে এককালীন ৩৬০০ টাকা গ্রহণ করে অটোরিকশায় নম্বর প্লেট প্রদানের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে "জেলা অটো চালক ও মালিক ঐক্য পরিষদ"।

রোববার দুপুরে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় সড়ক পরিবহন মালিক সমিতির সামনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা অটো চালক ও মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা হকার্স শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, অটো চালক ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম বেপারী, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিদিন ১০ টাকা করে বাৎসরিক ৩৬০০ টাকা গ্রহণপূর্বক বৈধ নম্বর প্লেট প্রদানের দাবি জানানো হয়েছে। বক্তারা অভিযোগ করেন, অতীতে প্রতিদিন ৪০ টাকা হারে আদায় করা হয়েছে, যা ছিল অটো চালকদের উপর একটি অবিচার। নম্বর প্লেট না থাকায় অনেক চালক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠে।

বক্তারা আরও জানান, আগামী ৯ এপ্রিল রাজবাড়ী শহরে বৃহৎ সমাবেশ ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবির বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে যদি পৌর প্রশাসন দাবিগুলো মেনে না নেয়।

ইএইচ