শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন ঢালীকান্দি এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, ভেদরগঞ্জ উপজেলার চরভাগা এলাকার বাসিন্দা আব্দুর রশিদ সিকদারের সঙ্গে প্রতিবেশী আকবর সিকদার ও জব্বার সিকদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে গত সোমবার ঈদের দিন সকালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার মারধর ও তার বাড়িতে লুটপাটের অভিযোগ এনে সখিপুর থানায় লিখিত অভিযোগ দেন। এর পর আকবর সিকদারকে আটক করে পুলিশ। বর্তমানে আকবর সিকদার জেল হাজতে রয়েছেন। তবে আকবর সিকদারের পরিবারের দাবি, আব্দুর রশিদ সিকদার তার ছেলেদের ক্ষমতার অপব্যবহার করে আকবর সিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
মানববন্ধনে ভুক্তভোগী আকবর সিকদারের মেয়ে মিতু আক্তার বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার ও তার ছেলে এন.এস.আই এর উপ-পরিচালক জাহাঙ্গীর, সাখাওয়াত হোসেন শিহাব। তারা ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার ও অবিচার করেছে। এখন আমরা জমি ফেরত চাইলে তারা টালবাহানা শুরু করেছে। ঈদের দিন পরিকল্পিতভাবে আমার বাবার ও বোনের ওপর হামলা করেছে। আমাদের ওপর হামলা করে উল্টো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। আমি আমার বাবার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যাহার চাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র নিরীহ একটি পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তার নিশ্চয়তার দাবি জানান।
এ ব্যাপারে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, “জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা সত্য না মিথ্যা তা তদন্ত শেষে বলা যাবে।”
ইএইচ