কলমাকান্দায় ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:১৮ পিএম
কলমাকান্দায় ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদ পাচারের অভিযোগে ৫০ বোতল মদসহ ফরহাদ (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

রোববার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে অংশ নেন কলমাকান্দা থানার পুলিশের একটি দল।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফরহাদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদকবিরোধী পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

ইএইচ