গাজায় গণহত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১১:৪৭ এএম
গাজায় গণহত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১০টায় তাওহীদি জনতার আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- ভৈরব ঈমাম উলামা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল হোসেন এবং ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সিয়াম মিয়াসহ আরও অনেকে।

বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ড. মোহাম্মদ ইউনুসকে বিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনের অনুরোধ জানান।

তারা আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। একইসঙ্গে ভারতের মুসলমানদের জমি দখলের চেষ্টারও নিন্দা জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভৈরব বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

ইএইচ