নানিয়ারচর প্রেস ক্লাবের সেক্রেটারি মেহেরাজ, দপ্তর সম্পাদক ফারুক

নানিয়ারচর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১১:৫৬ এএম
নানিয়ারচর প্রেস ক্লাবের সেক্রেটারি মেহেরাজ, দপ্তর সম্পাদক ফারুক

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেরাজ হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন।

একইসঙ্গে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে থাকা দৈনিক যায়যায়দিন ও দৈনিক পূর্বকোণ পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি নাজমুল হোসেন রনিকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস ক্লাবের অভিযোগ, রনি দায়িত্ব পালনকালীন সময়ে ক্লাববহির্ভূত কার্যক্রম ও অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে তাকে নোটিশ প্রদান করা হলে তিনি দায়সারা গোছের জবাব দেন এবং পরোক্ষভাবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। এছাড়া, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

এসব বিবেচনায় প্রেস ক্লাবের সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়ে আজকের পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মো. মেহেরাজ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এছাড়া দপ্তর সম্পাদক তুফান চাকমা এলাকায় অনুপস্থিত থাকায় তার দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং তার স্থলে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ওমর ফারুককে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সদস্য মো. আরিফুল ইসলাম প্রেস ক্লাবের কার্যক্রম থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাকেও প্রেস ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মো. মেহেদী ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইএইচ