সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি ও অংগসংগঠনের পক্ষ থেকে জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনাসভার আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সাব্বির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাবেক সভাপতি ও সংবর্ধিত নেতা আকুল মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মাসুক মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর ইসলাম, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দাস, চরনারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার সদস্য সচিব শহীদুল ইসলাম ,পৌর কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার,যুগ্ম আহ্বায়ক ছালিম খাঁ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন দিরাই শাল্লার ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করতে একটি চক্র বিভিন্নভাবে পাঁয়তারা করছে। দীর্ঘ ২০ টি বছর এই বিএনপি কে তিলে তিলে গড়ে তুলেছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক জননেতা নাছির উদ্দিন চৌধুরী। আজ তিনি অসুস্থতার কারণে একটি চক্র বিএনপিকে ধ্বংস করতে মাঠে ময়দানে বিচ্ছিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা বিগত ১৫ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিল জেল জুলুম পুলিশি হুলিয়া মাথায় নিয়ে রাজপথে ছিল তাদের কে আজ বিভিন্নভাবে অবমূল্যায়ন করা, হচ্ছে। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দিরাই শাল্লার অবিসংবাদিত নেতা সাবেক এমপি নাছির চৌধুরীর বিকল্প এখানে এখনো তৈরি হয়নি। তৃণমূলে এখনও নাছির চৌধুরীর বিশাল ভোটব্যাংক ও জনপ্রিয়তা রয়েছে। যারা আজ এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তারা নাছির চৌধুরী কে বাদ দিয়ে এমপি হওয়ার স্বপ্ন দিবা স্বপ্ন ই থেকে যাবে। দিরাই শাল্লার মানুষ এখন ও নাছির চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চায়। আমাদের বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত আছেন। আগামী নির্বাচনে দিরাই শাল্লার বিএনপির আসনটি পেতে হলে নাছির চৌধুরীর মতামতের ভিত্তিতে ই মনোনয়ন দিবেন। নাছির চৌধুরী দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপি কে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি শক্তিশালী দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন। আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ নাছির চৌধুরী কে নিয়েই আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।
আরএস