রাতের আঁধারে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে ধ্বংস

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১২:৫০ এএম
রাতের আঁধারে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে ধ্বংস

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন—রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় বামনগাছি গ্রামের মাঠে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, কৃষক রকি আহমেদ দুই বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছিলেন। সম্প্রতি তিনি তার বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেন। তবে সোমবার রাতে দুর্বৃত্তরা তার বাগানের গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে। পরদিন সকালে তিনি ক্ষতিগ্রস্ত অবস্থায় গাছগুলো দেখতে পান। 
একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭০০ পেয়ারা গাছও কেটে ফেলা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং এটিকে পূর্ব শত্রুতার জের বলে সন্দেহ করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ বলেন, “কে বা কারা এমন জঘন্য কাজ করেছে, বুঝতে পারছি না। ফসলের সঙ্গে এমন শত্রুতা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি আইনের আশ্রয় নেব।”

অপর কৃষক রিঙ্কু মিয়া বলেন, “আমার ধারণা, পূর্ব শত্রুতার কারণেই কেউ এই কাজ করেছে। আমি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “এধরনের ফসল বিনষ্টের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ