মাদারীপুরে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৫:২৩ পিএম
মাদারীপুরে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

মাদারীপুরে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ফ্রান্স প্রবাসী মনির সরদারের বিরুদ্ধে। উল্টো টাকা ফেরত না দিয়ে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে মনির সরদার। এই অভিযোগ এনে বুধবার সকালে শহরের সুমন হোটেল এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মাহামুদা খানম ও তার স্বজনরা। 

প্রবাসী মনির সরদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াাইপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার লিখিতভাবে অভিযোগ করে জানায়, ২০১৬ সালে ব্যবসার কথা বলে ফ্রান্স প্রবাসী মনির সরদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের উকিল বাড়ি এলাকার মাহামুদা খানম এর কাছ থেকে স্বল্প সময়ের জন্য ৩০ লক্ষ টাকা লাব্যাংশের উপর ধার নেয়। টাকা ধার নেয়ার ৯ বছরেও এক টাকাও ফেরত দেয়নি মনির সদরার। উল্টো বিভিন্ন সময়ে তাদের হুমকি ধামকি দিয়ে আসছেন। এছাড়া টাকা ফেরত পেতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মনির সরদারের অভিভাবকদেরকে জানালে এ নিয়ে এলাকায় একাধিক দরবার সালিশও করা হয়। এতেও কোন সুরাহা মেলেনি। পরে প্রাপ্য পাওনা টাকা ফেরত পেতে আদালতের দারস্ত হয় মাহামুদা খানম। এ ব্যাপারে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে  টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা নাম্বার সি আর ১১২৬/২৪। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত শেষে ফ্রান্স প্রবাসী মনির সরদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে মামলা ও ওয়ারেন্টের কথা জানাজানি হলে মনির সরদার আরো বেপরোয়া হয়ে ওঠেন। 

তিনি আরো বলেন, বাড়িতে আমার মা থাকেন। আমি মাঝে মধ্যে বাড়িতে থাকি। আমার মাকে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়ায় আমরা চরমভাবে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। এবং আমাদের পাওনা টাকাগুলো যাতে ফেরত পাইতে পারি তার সুব্যবস্থা করে দেয়। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহমুদা খানমসহ তার স্বজনরাও উপস্থিত ছিলেন।

আরএস