কুষ্টিয়া শহরে এক ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত, বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে শহরের গোশালা রোডে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেসময় ওই বাড়ির মালিক আব্দুর রশিদ বাড়ির বাইরে ছিলেন, তবে ঘটনার কিছু সময় পরই তিনি সেখানে উপস্থিত হন।
আব্দুর রশিদ কুষ্টিয়ার খাজানগরের বৃহত্তম চালের মোকাম রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। তিনি জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে এক মোটরসাইকেলে দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি এসে আমার বাড়ির সামনে থেকে দুই রাউন্ড গুলি করে, এতে বাড়ির তিন তালার কাছের গ্লাস ভেঙ্গে যায়, এবং বাড়িতে যারা উপস্থিত ছিল সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, বিষয়টি আমি জানার সাথে সাথেই প্রশাসনের সর্বস্তরেই জানিয়েছি।
কি কারণে এমন ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইলচাড়া হাট নিয়ন্ত্রণ করি, আমার বড় ভাই চেয়ারম্যান, ভাতিজা জিহাদুজ্জামান জিকু এই হাটের জন্য টেন্ডার ড্রপ করেছে, টেন্ডারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা বলে তিনি জানান।
তিনি বলেন আমরা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল, জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্ন ভাবে তার ভাতিজা জিকুকে এবং তাকে হুমকি ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি, সপ্তাহখানেক আগেও তাকে মুঠো ফোনে হুমকি দিয়েছে বলে জানান তিনি। রশিদ বলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব বিপ্লব ও মুন্না এই হাট নিয়ন্ত্রণে নেয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ঘটনা স্থলে আছি এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি আমরা সিসি ফুটেজ এবং বিভিন্ন আলামত সংগ্রহ করছি, প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব।
আরএস