মাদারীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১১:৫৮ পিএম
মাদারীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

মাদারীপুরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে রোজা নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকচালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

নিহত রোজা সদর উপজেলার মোস্তফাপুরের বড় বাড্ডা এলাকার সাইদুল ফকিরের মেয়ে। দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বড় ব্রিজ এলাকায়।

আটক ট্রাকচালক ওমর আলী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার বিকেলে মোস্তফাপুর বড় ব্রিজ সংলগ্ন সাফওয়ান বেকারির সামনে শিশুটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে দৌঁড়ে মহাসড়ক পার হতে গেলে বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

ট্রাকের সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকচালককে আটক করে মারধর করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

ইএইচ