বরিশালে এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব না থাকায় স্বস্তি

বরিশাল ব্যুরো: প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:৪১ পিএম
বরিশালে এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব না থাকায় স্বস্তি

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী।  সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয় কেন্দ্র গুলোতে।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। তাই  ভালো ফলের আশা তাদের।  

আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে।

বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪ টি কেন্দ্রে পরীক্ষা হবে। তিন বিভাগের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী হচ্ছে মানবিক বিভাগে। ওই বিভাগে মোট পরীক্ষার্থী ৫০ হাজার ১৬৮ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৫ হাজার ৯০ জন। ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থী ৯ হাজার ৪৫ জন।

তিনি আরও জানান পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম।

পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ টি ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড। সব ধরনের নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি।

বিআরইউ