হবিগঞ্জের ৩৩ কেন্দ্রে ১৮ হাজার ৩৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৬:৪৯ পিএম
হবিগঞ্জের ৩৩ কেন্দ্রে ১৮ হাজার ৩৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে

শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন নাহিয়ান জানান, জেলায় মোট ৩৩টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে দাখিল (মাদ্রাসা) কেন্দ্র ১০টি এবং ভোকেশনাল (কারিগরি) কেন্দ্র ৮টি। মোট শিক্ষার্থীর মধ্যে ভোকেশনাল শিক্ষার্থী ৯৬২ জন এবং দাখিল শিক্ষার্থী ২৯০২ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে দাখিল শিক্ষার্থী ৮৬ জন এবং ভোকেশনাল শিক্ষার্থী ১১ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়া, এসএসসি পরীক্ষায় ১৪,৫০৪ জন উপস্থিত ছিলেন এবং ১৯৫ জন অনুপস্থিত ছিলেন।

হবিগঞ্জ দারুসুন্নাত কামিল মাদ্রাসায় দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশে। তারা হলেন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবা আহমেদ এবং শরীফাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুস সবুর। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পত্র পাঠানো হয়েছে, জানালেন দারুসুন্নাত কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ।

জেলা সদরের ৫টি কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।

ইএইচ