নারায়ণগঞ্জে কিশোর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৭:৩৯ পিএম
নারায়ণগঞ্জে কিশোর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মুরাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাসুম (৪২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মাসুম পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মাসুম ফতুল্লা থানার সদর উপজেলার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে।

নিহত মুরাদ ছিলেন তল্লা মাদবরবাড়ি এলাকার পনির হোসেনের ছেলে।

মামলার বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক হান্টু বলেন, “স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দীর্ঘ ২১ বছর পর এ রায় ঘোষণা করেন।”

উল্লেখ্য, ২০০৪ সালের আগস্ট মাসে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাসুম ও তার সহযোগীরা কিশোর মুরাদকে হত্যা করে। পরে নিহত মুরাদের মা সাহারা খাতুন ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ইএইচ