ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০২:২১ পিএম
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে

ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত বাণিজ্যে সাময়িক আলোচনার জন্ম দিলেও চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। রেলপথে নিয়মিতভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে।

দর্শনা রেলবন্দরের সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু বলেন, নেপাল বা ভুটানের সঙ্গে দর্শনা রেলবন্দরের সরাসরি কোনো বাণিজ্য নেই। এখানে কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যই হয়ে থাকে। ফলে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল আমাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করেনি।

রেলস্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হকও বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর ব্যবহারের সুযোগ ট্রান্সশিপমেন্টের আওতায় থাকলেও, দর্শনা রেলবন্দর কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যে ব্যবহৃত হয়। তাই এই সিদ্ধান্তের প্রভাব এখানে পড়েনি।

তবে তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুটা অস্বাভাবিকতা দেখা দিলেও এখন রেলপথে পণ্য পরিবহন কার্যক্রম চালু আছে—যদিও আগের তুলনায় গতি কিছুটা কম। ব্যবসায়ীরা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, দর্শনা রেলবন্দর দিয়ে পণ্য পরিবহন সময় ও খরচের দিক থেকে লাভজনক হওয়ায় এখানকার কার্যক্রম সচল থাকায় তারা স্বস্তি অনুভব করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। এর ফলে বাংলাদেশের পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর সুযোগ সীমিত হয়ে যায়। তবে সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা রেলবন্দরে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।

বিআরইউ