রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া গ্রামের দরিদ্র, অসহায় ও শিশুদের মাঝে এই স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দূর-দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ চিকিৎসা ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসির তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার।
ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন।
ইএইচ