ঐতিহাসিক বল্লা সমাজের বিক্ষোভ মিছিল

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল) প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৫:৫৯ পিএম
ঐতিহাসিক বল্লা সমাজের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর দ্বারা মুসলিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে শুব্বান, কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ এবং বৃহত্তম সামাজিক সংগঠন বল্লা আল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

ঐতিহাসিক বল্লা সমাজের প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি বল্লা মসজিদ থেকে শুরু হয়ে বল্লা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে বল্লা বাজার বটতলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম হত্যার তীব্র নিন্দা জানান এবং এই অমানবিকতা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।

ইএইচ