হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:০৪ পিএম
নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গরু চোর সন্দেহে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ বালু চাপা দিয়ে গোপন করা হয়।

নিখোঁজের সাত দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার কাপনছড়া চা-বাগানের গভীর এলাকা থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, লিটন নিখোঁজ থাকার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোনো সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রমোদ রিকমন নামে একজন চা শ্রমিককে আটক করে। প্রমোদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রমোদ রিকমন স্বীকার করে, গরু চোর সন্দেহে লিটনকে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ বালু চাপা দিয়ে গোপন রাখা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রমোদ রিকমনকে হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ইএইচ