ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সারাদেশব্যাপী গণআন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতীকী লাশ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার বাদ জুমা কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ার সিংহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন এবং সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে কোনো যুদ্ধনীতি অনুসরণ না করে নির্বিচারে বোমাবর্ষণ করে মুসলিম ভাই-বোনদের হত্যা করছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। এটি একটি ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ। বিশ্বের বিবেকবান মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”
তারা আরও বলেন, “বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। তাই সরকারকে আহ্বান জানানো হচ্ছে—ইসরাইলি সকল পণ্য বয়কটের ঘোষণা দিয়ে বিশ্ব মুসলিমের পাশে দাঁড়াতে হবে।”
ইএইচ