গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে এবং ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে হাজারো মুসলিম জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ তুলাতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আনোয়ার হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম, ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এ এইচ এম আনোয়ার উল্লাহ, মাওলানা আবুল কাশেম, ফরিদগঞ্জ খতিব ফাউন্ডেশনের সভাপতি ও শানে সাহাবার সদস্য মাওলানা মুফতি নজরুল ইসলাম জিহাদি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী।
বক্তারা বলেন, “গাজায় নারী ও শিশুসহ নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা নীরব থেকে এই গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এটি একটি মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”
ইএইচ