নিখোঁজের পাঁচ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

পনির ভূইয়া, সোনারগাঁ প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০২:৫১ পিএম
নিখোঁজের পাঁচ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার মেঘনার শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। তিনি গত ৬ এপ্রিল বিকেলে নিখোঁজ হন। এরপর ৭ এপ্রিল সকালে তার ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, সিরাজুল ইসলাম কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই স্ট্রোক বা অসুস্থ হয়ে পড়ে যান এবং আর উঠতে পারেননি। তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইএইচ