ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশাল নগরী উত্তাল হয়ে উঠেছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, স্বাধীনতা ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে সদর রোডজুড়ে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে গাজায় মুসলমানদের জানমাল রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে সকাল ১১টায় স্বাধীনতা ফোরামের ব্যানারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিরিয়ে দিতে হবে। এটি মুসলমান বনাম ইহুদি যুদ্ধ নয়, এটি ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলেই ব্যাপক বিক্ষোভ চলছে।
তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক শক্তি ও সচেতন মানুষ এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন। দ্রুত গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা এবং একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
ইএইচ