বাজিতপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক কমিটি গঠন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৫:৩৫ পিএম
বাজিতপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জের বাজিতপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মিয়াকে উপদেষ্টা, মো. ইমরান হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফাইজুর রহমান মনিরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শনিবার বাজিতপুরে কমরেড মোখলেছুর রহমানের বাড়িতে আয়োজিত বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. গিয়াস উদ্দিন মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু।

সভায় আরও বক্তব্য রাখেন মো. ইমরান হোসেন, অ্যাডভোকেট ফাইজুর রহমান মনির, মো. উসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভার শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ মোখলেছুর রহমান, ডা. মুসলেহ উদ্দিন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাপোলো জামালীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি আবু হাসান টিপু বলেন, “একটি বিশেষ গোষ্ঠী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনোভাবেই ১৯৭১ সালের বিকল্প নয় এবং এর মাধ্যমে ১৯৭১-কে খাটো করে দেখা যাবে না।”

তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া। দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার সম্পন্ন করে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি।”

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মিয়া, আহ্বায়ক মো. ইমরান হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট ফাইজুর রহমান মনির, সদস্য শাখওয়াত হোসেন ইমন, মো. উসমান, নিখিল ঘোষ, মো. আবু লাল মিয়া, ফাহিম আহমেদ মিনহাজ, সাদেক হোসেন খোকা।

ইএইচ