ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৫:৪০ পিএম
ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়। এতে হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, সাবেক সভাপতি এম. আহসানুল ছগির, আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক মো. শাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মারুফুল ইসলাম, গাজী আবুল কালাম, মো. আল-আমিন হোসেন, কেএম শামীম রেজা, নাছরুল্লাহ আল কাফী, রাজু সিকদার নিলয়, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় ডা. ননী গোপাল রায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ