‘আমদানি কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হতে হবে’

বেলাল হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৫:৪৭ পিএম
‘আমদানি কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হতে হবে’

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, উদ্যোক্তারা হচ্ছেন ব্যবসায়ীদের পথপ্রদর্শক। যিনি কোনো উদ্ভাবন বা প্রযুক্তিকে পণ্য কিংবা সেবায় রূপান্তর করেন, তিনিই প্রকৃত উদ্যোক্তা।

তিনি বলেন, ব্যবসায়ীদের মূল লক্ষ্য যেখানে মুনাফা অর্জন, সেখানে উদ্যোক্তারা কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে জনজীবনকে উন্নত করেন এবং বিশ্বকে চমকে দেন। তাই বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ব্যাপক হারে উদ্যোক্তা তৈরি অপরিহার্য।

বর্তমানে দেশে প্রায় ২৬ লাখ শিক্ষিত বেকার রয়েছে। এদের উদ্যোক্তায় রূপান্তর করা গেলে দেশের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন খাতে মনোযোগ দিতে হবে এবং রফতানি বৃদ্ধির দিকেও নজর দিতে হবে।

তিনি এসব কথা বলেন, ১২ এপ্রিল (শনিবার) দুপুরে কেরানিহাট সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত “উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে।

সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম এবং উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা তারেক হোসাইন।

সভাটি উদ্বোধন করেন আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা শাখার সহ-সভাপতি আমান উল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন—সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি এস এম কামারুজ্জামান, সিটি ইউনিট সভাপতি মোহাম্মদ সরওয়ার কামাল, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যান, উপজেলা সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা, সহ-সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা মোনাজাতের মাধ্যমে শেষ হয়, যা পরিচালনা করেন উদ্যোক্তা ও সংগঠক সাংবাদিক মাওলানা মোহাম্মদ বেলাল হোছাইন।

ইএইচ