নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী ও শিশুসহ খণ্ডিত ট্রিপল হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম খান।
তিনি জানান, মামলার অভিযোগের ভিত্তিতে আদালত আসামি ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড অনুমোদন করেছেন।
ইএইচ