সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:৫৮ পিএম
বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলার চেষ্টা চালায়।

একই সময়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কারখানার নিরাপত্তা প্রাচীর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা সড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এরপর বাটার শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায়।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় এবং এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

ঘটনার পর এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ ধরনের সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইএইচ