অভয়নগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৮:০৪ পিএম
অভয়নগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে থানা পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে নওয়াপাড়া বাজারে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে জড়ো হন। সেখান থেকে একটি বিশাল মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নুরবাগ হয়ে স্টেশন এলাকা ঘুরে ফেরিঘাটে গিয়ে শেষ হয়।

ফেরিঘাটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি বাবু কাজী, সরোয়ার ফারাজী, পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হাসান লিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল আলম ফারাজী, মাসুদ রানা, সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, মিলন মোল্যা,পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী, সিদ্ধিপাশা ইউনিয়নের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, প্রেমবাগ ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম মোল্যা, শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ কবির, পায়রা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবর রহমান, শিল্পাঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরফদার নাজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন হোসেনসহ অনেকে।

ইএইচ