হবিগঞ্জের বাহুবলে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মো. শফিকুল ইসলাম শফিককে গ্রেপ্তার করা হয়।
পরদিন শনিবার (১২ এপ্রিল) সকালে স্নানঘাট বাজারে অভিযান চালিয়ে ১নং স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক আলীকেও গ্রেপ্তার করে বাহুবল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কাজীহাটা গ্রামের বাসিন্দা, সুন্দর আলীর ছেলে মো. শফিকুল ইসলাম শফিক এবং দক্ষিণ স্নানঘাট গ্রামের বাসিন্দা, একই ব্যক্তির ছেলে তবারক আলী।
গ্রেপ্তারের পর তাদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ