জামিনে মুক্ত জাকির খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১২:১৭ পিএম
জামিনে মুক্ত জাকির খান
ছবি: আমার সংবাদ

দীর্ঘ দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাবেক ছাত্রদল নেতা জাকির খান।

রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মুক্তি পাওয়ার সময় কারাগারের সামনে জড়ো হন শতাধিক নেতাকর্মী। তারা ফুল ও স্লোগানে তাকে শুভেচ্ছা জানান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে জাকির খানের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সবকটিতে খালাস ও জামিন পাওয়ায় মুক্তি পেলেন তিনি। তার মুক্তিকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সামনে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে পারেন।

বিআরইউ