কুষ্টিয়া-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, মাত্র দুই মাসের আন্দোলনে নয়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কারণেই।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারাই বিএনপির কমিটিতে স্থান পাবেন। আওয়ামী দোসরদের ঠাঁই হবে না।”
সম্মেলনে খন্দকার টিপু সুলতানকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহিনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
বিআরইউ