রাঙামাটির কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার জেটিঘাট বাজারে এ অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের রাঙামাটি জেলার সহকারী পরিচালক রানা দেবনাথ।
অভিযানে মূল্য তালিকা না রাখা এবং খাবার খোলা রাখার দায়ে ‘ভাই ভাই হোটেল’কে ৪ হাজার টাকা এবং স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ‘গ্লোড ফার্মেসি’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ। সহায়তায় ছিলেন, কাপ্তাই থানা পুলিশের সদস্যরা।
বিআরইউ