কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী গ্রামে কৃষক মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগীর ছেলে জানান, ফজরের সময় উঠে দেখতে পান গোয়ালঘর থেকে দুটি গাভি উধাও। চুরি হওয়া গরুর মূল্য প্রায় এক লাখ টাকা।
স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল বলেন, ‘এলাকায় চুরির ঘটনা বাড়ছে, আমরা কার্যত অসহায়।’
বিআরইউ