সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হীজলা গ্রামে ডোবায় গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিপুরের মীম (৬), যিনি মামার বাড়ি বেড়াতে এসেছিলেন, এবং স্থানীয় শিশু সাফায়েত (৬)। তারা কাউকে কিছু না জানিয়ে হীজলা গ্রামের সামনের ডোবায় গোসলে নামে।
পরে এলাকাবাসী তাদের নিথর দেহ উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিআরইউ