রাঙামাটিতে নববর্ষ উদযাপনে সাঁতার প্রতিযোগিতা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৩৮ পিএম
রাঙামাটিতে নববর্ষ উদযাপনে সাঁতার প্রতিযোগিতা

নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী ফুরোমন ট্রেইল এবং কাপ্তাই হ্রদে সাঁতার প্রতিযোগিতা। পাহাড় ও হ্রদ নিয়ে মানুষের মাঝে থাকা ভীতি দূর করতেই এই ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

রাঙামাটি জেলা ফুটবল একাডেমির উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিস, বেঙ্গল অফিস ও এস-টেক্স-এর যৌথ সহযোগিতায় প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।

প্রথম দিন অনুষ্ঠিত হয়, ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেইল প্রতিযোগিতা। এটি রাঙামাটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে ফুরোমন হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। এতে ঢাকা, খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলার মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

দ্বিতীয় দিন ছিল, ১০ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা, যা শুরু হয় ডিসি বাংলো পার্ক থেকে এবং শেষ হয় মগবান এলাকার বরাদম ব্রিজে। এতে ৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু এলাকায় বিজয়ীদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা ক্রীড়া অফিসার এস আই এম ফেরদৌস আলম, রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ, জেলা ফুটবল একাডেমির কর্মকর্তা মনিরুল ইসলাম, মো. আলম ও মো. হান্নান, ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু, স্থানীয় ক্রীড়াবিদ চাঁদ ত্রিপুরা ও তারা ত্রিপুরা প্রমুখ।

আয়োজকরা জানান, এ ধরনের ইভেন্ট ভবিষ্যতেও আয়োজন করা হবে, যাতে পাহাড় ও হ্রদকেন্দ্রিক পর্যটন ও ক্রীড়া চর্চা আরও বেগবান হয়।

বিআরইউ