জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত বোরহান উদ্দিন ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন নিজ পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
ইএইচ