পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৫:১২ পিএম
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শহরের সিও অফিস মোড় ঘুরে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে পেশাগত দক্ষতা ও গবেষণার সুযোগ তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। আমরা চাই এখান থেকে গড়ে উঠুক ভবিষ্যতের আলোকিত মানুষ।”

তিনি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন। তিনি বলেন, “এই নবীন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শরিক হতে পেরে আমি আনন্দিত। আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করি।”

আরও উপস্থিত ছিলেন পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় এবং দৈনিক অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইএইচ