চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কালাকাতের পাড়া এলাকায় এক কৃষাণীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৩ এপ্রিল) ভোরে ৬৫ বছর বয়সী কৃষাণী আরাফা খাতুনের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষাণী আরাফা খাতুন জানান, ‘রাতে গরুগুলোকে কুড়া-ভুষি খাইয়ে গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গোয়ালঘরের রশি কাটা, পাঁচটি গরুর একটিও ঘরে নেই। পরে একটি বাচুরকে কয়েকশ ফুট দূরে পাওয়া যায়, কিন্তু বাকি তিনটি গাভী ও একটি ষাঁড় চুরি হয়ে গেছে। বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।’
তিনি আরও জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর গরুগুলোর সন্ধান না পেয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘কদলপুর এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে চোরেরা সাহস পাচ্ছে।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গরু চুরির বিষয়ে এখনো কেউ থানায় আসেনি। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিআরইউ