বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ দুটি জনপদ—খাজুরিয়া ইউনিয়নের জয়নগর ও দড়িচর গ্রামের নদীভাঙন থেকে স্থায়ী ও কার্যকরভাবে রক্ষার দাবিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম, সাইদুল কাজী, ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন নান্নু শিকদার, ১৫নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন ইউনিয়নবাসীরা। দাবিগুলো হলো-
১. নদীভাঙন রোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণকে অবহিত করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।
২. নদীভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তু পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৩. ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সন্তোষজনক জবাব না পেলে গজারিয়া নদীতে নৌচলাচল অবরোধ করে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ইএইচ