মাগুরায় আগুনে নিহত সুমনের পরিবারের পাশে সেনাবাহিনী

মিরাজ আহমেদ, মাগুরা: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৫:৫১ পিএম
মাগুরায় আগুনে নিহত সুমনের পরিবারের পাশে সেনাবাহিনী

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া সুমন কর্মকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। 

রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে আড়পাড়া কালীগঞ্জ রোডে অবস্থিত সুমন কর্মকারের বসতবাড়িতে আগুন লাগে। এলাকাবাসীর দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয় সূত্র জানায়, সুমন কর্মকার পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং শারীরিক অসক্ষমতার কারণে সবসময় ঘরের ভেতরেই থাকতেন। আগুন ছড়িয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও সুমন পুড়ে মারা যান। তিনি ওই এলাকার দিলীপ কর্মকারের ছেলে।

শালিখা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে সুমনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

শালিখা থানার ওসি মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মাগুরা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সহায়তা সামগ্রী প্রদান করেন।

বিআরইউ