বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৮৩ ও ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৩৫ পিএম
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৮৩ ও ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় রোববার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৮৩তম ও ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো।

সভাপতি তার বক্তব্যে বলেন, “সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চিকিৎসকরা সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসের যারা জনসেবায় নিয়োজিত, তাদের মধ্যে চিকিৎসকবৃন্দই অন্যতম গুরুত্বপূর্ণ।”

তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বার্ডের কার্যক্রম ও কোর্সের সার্বিক বিষয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ১৮৪তম ব্যাচের কোর্স পরিচালক, যুগ্ম পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) জনাব আফরীন খান, ১৮৩তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক, সহকারী পরিচালক (গবেষণা) জনাব কাজী ফয়েজ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৮৪তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিচালক (ক্রীড়া) জনাব ফারুক হোসেন।

উল্লেখ্য, উক্ত দুটি প্রশিক্ষণ কোর্সে মোট ১০০ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

ইএইচ