ববিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা

ববি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:৪৯ এএম
ববিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় বিভিন্ন বিভাগ থেকে বাংলা নববর্ষকে ঘিরে তৈরি প্ল্যাকার্ড, ফেস্টুন ও নানান রঙিন উপকরণ প্রদর্শিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

ইএইচ