বরিশালে নানা আয়োজনে বর্ষবরণ

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০২:১১ পিএম
বরিশালে নানা আয়োজনে বর্ষবরণ

“ফিরে চল মাটির টানে”—এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বরিশালে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে।

বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও প্রভাতী অনুষ্ঠান।

সোমবার সকাল ৮টায় বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর বিএম স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যেখানে হাতি, ঘোড়া, ফুল ও বাংলাদেশের পতাকার প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন এবং শান্তিপূর্ণ ও মানবিক পৃথিবী গড়ার আহ্বান জানান।

তবে আয়োজকরা জানান, বিগত বছরের তুলনায় এবারের আয়োজন অনেকটাই সীমিত পরিসরে হয়েছে। প্রভাতী অনুষ্ঠানে এই সীমিত আয়োজনে কিছু শিল্পী ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া দিনটি উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপির উদ্যোগেও পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

ইএইচ