টঙ্গীতে প্লাস্টিক গোডাউনে আগুন, মার্কেট পুড়ে ছাই

টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২১ পিএম
টঙ্গীতে প্লাস্টিক গোডাউনে আগুন, মার্কেট পুড়ে ছাই

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাজার সংলগ্ন একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে থাকা মোনতাজ উদ্দিন মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়াও পাশে থাকা একটি মসজিদ এবং কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আগুন লাগার পর স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম জানান, “ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় মূল আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুই ঘণ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়।” তিনি আরও বলেন, “আগুনের সূত্রপাত একটি অবৈধ প্লাস্টিক কারখানার অসাবধানতার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ইএইচ