মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:৪৮ পিএম
মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বর্ণিল আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর মোল্লা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের অফিসার মো. হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রাটি মাটিরাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সুখপ্রভা ত্রিপুরা ও কৌশিক ত্রিপুরার যৌথ পরিবেশনায় মারমা নৃত্য পরিবেশন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, "বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবাইকে একত্রিত করে। এই উৎসব আমাদের ঐক্য ও সাম্যের প্রতীক। এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের গৌরবময় বহিঃপ্রকাশ।"

এদিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, পহেলা বৈশাখ উপলক্ষে পাহাড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

ইএইচ