নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত রেজাউল করিম উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে সুধারাম থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আটক ট্রাকচালক মো. রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।
নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, সকালে যাত্রী ছাড়া রেজাউল করিম তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে মাইজদী-চৌমুহনী সড়কে চলাচল করছিলেন। সুধারাম থানার সামনে রাস্তার বাম পাশে অবস্থানকালে তিনি ডানদিকে মোড় নিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং রেজাউল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, "থানা থেকে প্রায় ৫০ গজ দূরে সার্কেল অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ইএইচ