কুড়িগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৩০ পিএম
কুড়িগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নানান আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সংক্রান্তির হালখাতায় পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২, যা বাঙালির জীবনে নতুন সূচনা হিসেবে দেখা দিয়েছে।

সারাদেশের মতো কুড়িগ্রামেও দিনটি উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে। বর্ষবরণের এই উৎসবে ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশ ভোজসহ নানা আয়োজন।

সোমবার সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

পরে তাঁর নেতৃত্বে বর্ষবরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে এসে শেষ হয়। সেখানে পান্তা-ভাত পরিবেশনের পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই আনন্দ শোভাযাত্রা ও আয়োজনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ইএইচ